সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ফেনীতে স্ত্রীকে হত্যার পর স্বামীর থানায় আত্মসমর্পণ 

ফেনী প্রতিনিধি

ফেনীতে স্ত্রীকে হত্যার পর স্বামীর থানায় আত্মসমর্পণ 

ফেনীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার পর আলী আক্কাস রনি (২৬) নামে এক স্বামী থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। বুধবার (১২ জুন) জেলার সোনাগাজী পৌর এলাকার শেখ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সীন মিয়া ইসলাম খুশব ভোলা জেলার দৌলতখাঁন উপজেলার মধ্যম জয়নগর এলাকার শাহীন মিয়ার মেয়ে। ঘাতক আলী আক্কাছ রনিও ওই একই এলাকার মো. রতনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তারা দুজন প্রেমের টানে নিজ নিজ স্বজনদের ছেড়ে পালিয়ে বিয়ে করে সোনাগাজীতে এসে স্থানীয় পৌর এলাকার ওই বাসাটি ভাড়া নিয়ে সংসার করছিলেন। 

সোনাগাজী মডেল থানার ওসি সুদীপ রায় জানান, স্থানীয় আলমগীর হুজুরের একতলা ভবনের উত্তর পাশের কক্ষ থেকে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করেছে। নিহতের মাথায় ও দুই হাত এবং বাহুতে বটি দিয়ে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। 

এ ঘটনায় মামলা ও ঘাতক আলী আক্কাসকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

টিএইচ